মোদী জমানায় বারবারই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক বার কমিশনের বিরুদ্ধে বিজেপিকে বাড়তি সুবিধে দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা। সেই অভিযোগ যে মোটেই ভ্রান্ত নয় এবার ফের মিলল তার প্রমাণ। দেশে লোকসভা ভোট কবে ও ক’দফায় হবে তা ঘোষণা করে দিলেন বীরভূমের এক বিজেপি নেতা! তিনি কী করে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আগাম জানলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
শনিবার সিউড়িতে বিজেপির জেলা কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক চলছিল। বৈঠকে হাজির ছিলেন জেলার পদ্ম নেতারা। সেই বৈঠকেই লোকসভা ভোটে দলের বীরভূম জেলার ইনচার্জ সুজিত দাসকে বলতে শোনা যায়, ‘আগামী ১০ এপ্রিল সম্ভবত নির্বাচন শুরু হচ্ছে। ১০ এপ্রিল থেকে ১৫ মে, এই সময়সীমার মধ্যে ভোট ৮ পর্বে আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। দু’একদিন তারিখের হেরফের হতে পারে। মনে রাখবেন, আমাদের রাজ্যেও ৮টি পর্বে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।’
সুজিত দাসের এ হেন মন্তব্যে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। রাজ্য জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপি নেতার ভোট ঘোষণাকে কটাক্ষ করে বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘বিজেপি কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির রাজনীতিকরণ করে ফেলেছে। তাই কোন তৃণমূল নেতার বাড়ি সিবিআই হানা হবে তা আগে থেকে বিজেপি নেতারা বলে দেন। এখন তো নির্বাচনের নির্ঘণ্টও বলে দিচ্ছেন। এরা প্রতিষ্ঠানগুলিকে হাস্যকর করে তুলেছে।’