বাংলাজুড়ে ফের শুরু হয়েছে কনকনে শীতের ইনিংস। বইছে উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি থাকবে। ফের কমতে শুরু করেছে তাপমাত্রা। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিল হাওয়া অফিস।
প্রসঙ্গত, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু এলাকায় জাঁকিয়ে শীত পড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।