সাতদিনের ব্যবধানে ফের জোরদার তল্লাশি অভিযানে ইডি। শুক্রবার ভোর থেকে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, বরানগরের বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সকাল সওয়া ১০ টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি অভিয়ান চলছে। স্বাভাবিকভাবে, ইডির অভিযান ঘিরে ফের রাজনৈতিক বাক-যুদ্ধে জড়িয়েছে রাজ্যের যুযুধান শাসক-বিরোধী শিবির। শুভেন্দুর প্রসঙ্গ টেনে কুণাল বললেন, ‘রাজনীতিতে পারছে না বিজেপি। তাই এজেন্সি লেলিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা করছে’।
ইডির তল্লাশি অভিযান প্রসঙ্গে এদিন সরাসরি বিজেপিকে অভিযুক্ত করে কুণাল বলেন, আবার ইডির তল্লাশি এূবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণদিতভাবে। এই পুরো ঘটনা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে। বিজেপির তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের ওপর দাঁড়িয়ে সুজিত বসু, তাপস রায়, সুবোধ চক্রবর্তীদের বাড়িতে রেইড হচ্ছে।
কুণালের আরও দাবি, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাঁদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সিকে পৌঁছে দিচ্ছে এবং তারপরে এজেন্সিকে দিয়ে অভিযানের নামে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা করছে। আসলে বিজেপি রাজননৈতিকভাবে লড়তে পারছে না, তাই কখনও সিবিআই, কখনও এনআইএ কখনও ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে।”
এই প্রসঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে কুণালের দাবি, সিবিআইয়ের এফআইআর নেম শুভেন্দু অধিকারীর বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে না। সারদা, নারদায় তো শুভেন্দু অভিযুক্ত।