চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার আরও ৭,২০০ শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য। আজ, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন পড়ে গিয়েছে। সূত্রের খবর, সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য সরকারের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির শূন্যপদ পূরণ করা হবে। নিয়োগ করা হবে মোট ৭,২০০ জনকে। শীঘ্রই সেই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে রাজ্য সরকার সূত্রে খবর। নবান্ন সূত্রে খবর, রাজ্য পঞ্চায়েত স্তরে কয়েক হাজার শূন্যপদ আছে। সেই শূন্যপদ পূরণের জন্য কয়েকদিন ধরেই উদ্যোগ নেওয়া হচ্ছিল। সেই বিষয়ে আলোচনা চলছিল। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত স্তরে ৭,২০০-র বেশি শূন্যপদ পূরণের প্রস্তাব উত্থাপন করা হয়। তাতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা।
পাশাপাশি, রাজ্য সরকার সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েতে মোট ৬,৬৫২ জনকে নিয়োগ করা হবে। আর পঞ্চায়েত সমিতিতে শূন্যপদের সংখ্যা ৫৬৪। অর্থাৎ সবমিলিয়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদকে মোট ৭,২১৬ জনকে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এমনিতে সম্প্রতি একাধিক পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সূত্রের খবর, রাজ্য পুলিশে ১২,০০০ জনকে নিয়োগ করা হবে। কনস্টেবল পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মহিলা কনস্টেবলদের জন্য ৩,৬০০টি পদ সংরক্ষিত রাখা হয়েছে। বাকি ৮,৪০০টি শূন্যপদে পুরুষ এবং রূপান্তরকামী প্রার্থীদের নিয়োগ করা হবে বলে সূত্রের খবর। রাজ্য সরকার সূত্রে খবর, শীঘ্রই প্রকাশ করা হবে পঞ্চায়েত স্তরে শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি।