আলোচনা এগোচ্ছে ইন্ডিয়া জোটের। আরও এক রাজ্যে পাকা হয়ে গেল আসন ভাগাভাগি। মঙ্গলবারই কংগ্রেসের তরফে জানানো হল মহারাষ্ট্রেও আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে গিয়েছে। উত্তর প্রদেশের আসন ভাগাভাগি নিয়েও আলোচনা চলছে। লোকসভা নির্বাচনের জন্য মহারাষ্ট্রের মহা বিকাশ আগাড়ি জোটের শিবসেনা (ইউবিটি), শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও কংগ্রেসের মধ্যে ৪৮ আসন ভাগাভাগি হবে।
মঙ্গলবারই আলোচনা বসেছিল ইন্ডিয়া জোটের। মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলে। মহারাষ্ট্রের আসন ভাগাভাগি নিয়ে প্রায় তিন ঘণ্টা আলোচনা হয়। বৈঠক শেষে শিবসেনা নেতা সঞ্জয় রাউত হাসিমুখে বলেন, ‘আমরা সবাই একজোট রয়েছি। প্রত্যেকটা আসন নিয়ে আলোচনা হয়েছে’।
প্রবীণ কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালাও বলেন, ‘আমরাই প্রথম রাজ্য হিসাবে আসন ভাগাভাগির ঘোষণা করব। শিবসেনা হয়তো ভেঙে গিয়েছে, কিন্তু সাধারণ মানুষ উদ্ধব ঠাকরের শিবিরের সঙ্গেই রয়েছে। একই কথা বলব এনসিপির জন্যও। আমরা সবাই একসঙ্গে নির্বাচনে লড়ব’।
অন্যদিকে, উত্তর প্রদেশের আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ। বৈঠক শেষে তিনি বলেন, ‘আলোচনা চলছে। সঠিক দিকেই এগোচ্ছে আলোচনা। আমরা সবাই একসঙ্গে রয়েছি, আমার মনে হচ্ছে, আসন ভাগাভাগি নিয়ে ভাল আলোচনা হচ্ছে’।
সমাজবাদী পার্টির সঙ্গে তৈরি দূরত্ব মিটেছে কি না, এ প্রসঙ্গে সলমন খুরশিদ বলেন, ‘আমাদের নিজেদের অবস্থানে স্থির থাকতে হবে এবং আলোচনা এগিয়ে নিয়ে যেতে হবে’।