ডায়মন্ডহারবারে ৭৬ হাজারের বেশি বয়স্ক মানুষকে বার্ধক্যভাতা দেওয়া শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদের ঘোষণা অনুযায়ী ১৬ হাজারেরও বেশি তৃণমূল কর্মীর সহায়তায় সামে হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে ওইসব মানুষজনকে।
এনিয়ে সক্রিয় হয়েছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, তিনি গোটা বিষয়টি আয়কর দফতরকে বলবেন। যে ১৬ হাজার তৃণমূল কর্মীর মাধ্যমে ওই ভাতা দেওয়া হচ্ছে তাদের ব্যাপারে খোঁজখবর করা হবে। শুভেন্দুর ওই মন্তব্যের প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস।
ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্যভাতা দেওয়ার চেষ্টা করছেন। এনিয়ে তীব্র সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। সাংবাদিক সম্মেলনে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কেন্দ্র সরকার বিপুল টাকা বকেয়া রেখেছে। ফলে বাংলার বহু কাজ প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। সেই জায়গায় যখন বিকল্প পদ্ধতিতে অভিষেক বন্দ্য়োপাধ্যায় বার্ধক্যভাতা দেওয়ার চেষ্টা করছেন এবং করে দেখিয়ে দিয়েছেন যে কথা রাখা যায়। তখন শুভেন্দু অধিকারী ও অমিত মালব্য বিভিন্ন ধরনের কুত্সা করছেন। সিবিআইয়ে খাতায় নাম রয়েছে শুভেন্দু অধিকারী। সে এখন বড়বড় কথা বলছে। বলছে আয়করকে চিঠি দিলাম। যে পদ্ধতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্যভাতা দিয়েছেন তা চেক ও ব্যাঙ্ক ট্রান্সফারের মধ্যমে। ফলে আয়করকে চিঠি দিলাম, কালো টাকা সাদা করা হচ্ছে, এই ধরনের কুত্সা কোথাও ধোপে টিকছে না। ১৬,৩৮০ জন স্বেচ্ছাসেবক এই কাজ করছেন। সবার টাকা এক জায়গায় করে ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে। ওরা ১৭১বি ধারাটার ভুল ব্য্যাখা করছে। ওদের গা জ্বালা করছে।