লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে দেশজুড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে বার বার মণিপুর সরকারের কাছে দরবার করেও এখনও পর্যন্ত সে রাজ্যে এই জনসংযোগ যাত্রা করার অনুমতি আদায় করতে পারেনি হাত শিবির। এদিকে, ১৪ জানুয়ারি থেকে যাত্রা শুরু। আর প্রথম দিনেই মণিপুর থেকে নাগাল্যান্ড পৌঁছনোর কথা যাত্রার।
এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল দু’দিন ধরে ইম্ফলে থাকার পরে গুয়াহাটি এসে জানান, যাত্রার অনুমতি দেওয়ার মালিক রাজ্য নয়, কেন্দ্র। কেন্দ্র অনুমতি দেওয়ার পরেও রাজ্য সরকার অনুমতি দিতে চাইছে না। যাত্রার অসম পর্বের প্রস্তুতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বেণুগোপাল। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ জানিয়েছেন, কংগ্রেসের সফর নিয়ে বিবেচনা চলছে। নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়নের পরেই সিদ্ধান্ত হবে।