আজ, সোমবার কলকাতার ধনধান্য স্টেডিয়াম থেকে একগুচ্ছ প্রশাসনিক প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, নতুন প্রকল্প ‘যোগ্যশ্রী’র সূচনা করলেন। সেই সঙ্গে এদিন তিনি বলেন, “প্রতিবছর স্টুডেন্টস উইক হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। স্টুডেন্টসদের সব এই সময় দিতে হবে। এটা বাধ্যতামূলক হবে। এটা বদল হবে না। আমি প্রতিবার ৮ জানুয়ারি আসব সবার সামনে। প্রিন্সিপাল, সহ বাকিদের থেকে খোঁজ খবর নেব।” তিনি আরও বলেন, “অনেকে আমাদের শিক্ষা নিয়ে অবজ্ঞা করেন। বাংলা মিডিয়ামের ছেলেরা ভালো ইংরেজি বলতে না পারলে অবহেলা করা হয়। বাম আমলে ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হয়েছিল। আমরা চালু করেছি।”
মমতার বক্তব্য, “আজকের ছাত্রছাত্রীদের কি প্রয়োজন? মেধার কি প্রয়োজন তা গড়ে তোলা হচ্ছে? অনেক জায়গায় ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ডব্লিউবিসিএস অফিসাররা এক সময় ইংরেজি ড্রাফট করতে যথাযথ পারতেন না বলে নানা অসুবিধার কথা বলত। এখন তাদের ব্রিটেনে পাঠানো হচ্ছে। তারা প্রশিক্ষণ নিয়ে আসছেন।” এখানেই থেমে থাকেননি তিনি। “গরীব হয়ে জন্মানো অপরাধ নয়। মানুষ করে গড়ে তোলা আমাদের কাজ। উচ্চশিক্ষার জন্যে আমাকেও মটরমালা বিক্রি করতে হয়েছিল। সাইকেল দ্রুত দেওয়া হোক, যাথে শূন্যস্থান না থাকে। এসসি, এসটি ছাত্রছাত্রীদের জন্য আজ থেকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হল। যার নাম দেওয়া হল যোগ্যশ্রী”, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।