আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে ‘রামলালা বিরাজমান’-এর বিগ্রহ। সেই অনুষ্ঠানে সাধারণ দর্শনার্থীরা যেমন থাকছেন, তেমনই থাকবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ দেশ-বিদেশের নামীদামি ব্যক্তিত্ব। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিল্পপতি থেকে শুরু করে ক্রিকেট তারকাদের। আমন্ত্রিত রয়েছেন বলিউডের একঝাঁক তারকাও। এই তালিকায় যেমন আমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, রাজকুমার হিরানি, সঞ্জয়লীলা বনশালি, আয়ুষ্মান খুরানা, রোহিত শেট্টি রয়েছেন, তেমনই রয়েছেন ‘মোদি ঘনিষ্ঠ’ অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, অনুপম খের, সানি দেওল।
আটের দশকে শুরু হয়েছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়াল। তাতে রাম ও সীতার চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অরুণ গোভিল ও দীপিকা চিখলিয়া। দুজনেই রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত। দক্ষিণাত্য থেকে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রজনীকান্ত, প্রভাস, চিরঞ্জীবী, মোহনলাল, ধনুষ, যশ, ঋষভ শেট্টি। তবে বলিউডের ৩ খান ও নবাব বাড়িতে এখনও পর্যন্ত রামমন্দিরের কোনও আমন্ত্রণপত্র পৌঁছায়নি বলেই খবর। মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত রয়েছেন আমির খান। শাহরুখ-সলমনও নাকি উদয়পুরে এই অনুষ্ঠানের সাক্ষী থাকবেন। ফলে প্রশ্ন উঠছে, রামমন্দিরের উদ্বোধনে কি তিন খানকে দেখা যাবে না? এদিকে, সইফ আলি খান, করিনা কাপুরের বাড়িতেও আমন্ত্রণপত্র পৌঁছায়নি বলেই খবর। আলিয়া-রণবীর আমন্ত্রণপত্র এতদিনে পেয়েছেন। আমন্ত্রণপত্র পাননি ‘প্রতিবাদী’ অনুরাগ কশ্যপ।