বিজেপি শাসিত মধ্যপ্রদেশে জনসমক্ষে মাছ-মাংস বিক্রি করার ‘অপরাধে’ শেষ ২৫ দিনে ২৫ হাজার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এবার নিজেই এ কথা জানালেন মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী মোহন যাদব।
রবিবার উজ্জ্বয়িনীতে ২১৮ কোটি টাকার মূল্যে ১৮৭টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাসের সময় মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নির্দেশ দিয়েছিলাম যে জনসমক্ষে মাংস এবং মাছ বিক্রি করছে, সেগুলি বন্ধ করে দিতে হবে। আজ রাজ্যে প্রায় ২৫,০০০ মাংস ও মাছের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। যেগুলি জনসমক্ষে মাংস এবং মাছ বিক্রি করছিল।’
প্রসঙ্গত, মোহন মধ্যপ্রদেশের কুর্সিতে বসেই ঘোষণা করে দেন যে জনসমক্ষে মাংস এবং মাছ বিক্রি করলে দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। ১৩ ডিসেম্বর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পরই সেই মর্মে নির্দেশিকা জারি করে দেন মোহন। আর সেইমতো রাজ্যের যে ২৫,০০০টি মাছ এবং মাংসের দোকান যে বন্ধ করে দেওয়া হয়েছে, তা নিজেই জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।