আগামী সপ্তাহে নতুন করে শুরু হবে শীতের স্পেল। আপাতত আগামী দু-তিন দিনে আরও একটু বাড়বে তাপমাত্রা। এবার এমনই জানালো আবহাওয়া দফতর।
জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আর উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেশ কিছু জেলায় মেঘলা আকাশ। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। পশ্চিমের জেলা ছাড়া বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে।
মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একবার শীতের স্পেল শুরু হবে। কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।