ফ্যাকাশে হয়ে যাওয়া লালচে দেওয়ালে এখনও স্পষ্ট দেখা যাচ্ছে কাস্তে-হাতুড়ির ছবি। ইতিউতি ছড়িয়ে আছে কিছু লাল ঝান্ডাও। সেই একতলা পার্টি অফিসের উপরেই এখন পতপত করে উড়ছে বিজেপির গেরুয়া পতাকা। কামারপুকুরের শ্রীপুরে সিপিএমের একটি পার্টি অফিস এভাবে রাতারাতি বিজেপির হয়ে গেল।
সিপিএম থেকে বিজেপি হওয়া এক নেতা জানিয়েছেন, জোট নিয়ে ক্ষোভের বশেই কমরেডরা পার্টি অফিসটি বিজেপির হাতে তুলে দিয়েছেন।
সিপিএমের কৃষক সভার পার্টি অফিস এভাবে বিজেপি দখল করে নেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে একদা লালদুর্গ আরামবাগে । বিষয়টা নিয়ে প্রত্যাশিতভাবেই কটাক্ষ করছে তৃণমূল। রাম-বাম জোটের প্রসঙ্গ তুলে ঘাসফুল শিবিরের বক্তব্য, ‘কাস্তে-হাতুড়ি-তারা ও পদ্মফুলের পাশাপাশি অবস্থান। যখন খুশি বদলে যাচ্ছে।’
আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এদিন ওই পার্টি অফিসে বিজেপির পতাকা উত্তোলন করে কর্মীদের মিষ্টিমুখ করান। বিজেপির মহিলা সমর্থকদেরও ভিড় ছিল চোখে পড়ার মত। পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষের দাবি, ‘সিপিএমের লোকজন পার্টি অফিসটি দিয়ে দিয়েছে। তিনি পার্টি অফিস হস্তান্তরের কাগজও তুলে দেখান।’