বিহারে মহাজোটের সঙ্গী প্রধান দল জনতা দল (ইউনাইটেড) এবং রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) মধ্যে ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগির চুক্তি প্রায় নিশ্চিত। জানা গিয়েছে, দুটি বড় শাসক দল কংগ্রেস এবং বাম দলগুলির মতো অন্যান্য জোটের শরিকদের জন্যও ব্যবস্থা করেছে।
জানা গিয়েছে, জাতীয় স্তরে আইএনডিআইএ জোট বা বিহারে মহাজোটের মধ্যে আসন নিয়ে সিদ্ধান্ত সাধারণত রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মধ্যে মুখোমুখি কথোপকথনে নেওয়া হয়।
মনে করা হচ্ছে, এই প্রসঙ্গে বৃহস্পতিবার তেজস্বী যাদব তাঁর বাবা এবং আরজেডিইউ সুপ্রিমো লালু যাদবের একটি বার্তা নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছিলেন। জানা গিয়েছে, জেডিইউ-এর একজন সিনিয়র নেতা বলেছেন, ‘যদিও আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে এবং নেতারা ফোনে কথা বলছেন, কিছু সমস্যা রয়েছে, আরজেডি-র মতো এবং উভয়ই চান কিছু আসনে লড়াই করতে। এই বিষয়টি দ্রুত সমাধান করা হবে।
মহাজোটের একজন নেতা বলেছেন, ‘নীতীশ ১৭টি আসনে লড়ার বিষয়ে অনড় ছিলেন, কারণ ২০১৯ লোকসভা নির্বাচনে, তার জেডিইউ একই সংখ্যক আসনে লড়াই করেছিল এবং ১৬টি আসন জিতেছিল। আরজেডি এবং জেডিইউ উভয়েই ১৭টি আসনে লড়াই করলে, বামদের শুধুমাত্র ১টি আসনে আপস করতে হতে পারে।