উত্তরবঙ্গের ২টি জেলা ও ২টি মহকুমার ৪২ হাজার কৃষককে মোট ১৪১ কোটি টাকার ঋণ দিতে চলেছে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই ঋণ প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি এটাও জানিয়েছেন, যে সব কৃষকরা ঋণ পাবেন তা তাঁদের বার্ষিক ৪ থেকে ৭ শতাংশ সুদে মেটাতে পারবেন।
বিনামূল্যে প্রত্যেক কৃষককের শস্য বিমা করে দেওয়া হবে ব্যাঙ্কের তরফে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ঋণ খেলাপি সদস্য এবং নিষ্ক্রিয় প্রাইমারি ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি -গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি রাজ্যের সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদারকে জানানো হয়েছে। মূলত সোসাইটিগুলির সম্পত্তি ‘ক্রোক’ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কৃষকদের ক্ষেত্রে এখনই সম্পত্তি ক্রোক করা পথে হাঁটা হচ্ছে না।
পাশাপাশি পরবর্তীকালে শিলিগুড়ি মহকুমা এবং মেখলিগঞ্জ মহকুমাতেও এর বিস্তার ঘটানো হয়। গতবছর এই ২ জেলা ও ২ মহকুমা এলাকার কৃষকদের ঋণ বাবদ প্রদান করা হয় ১২৬ কোটি টাকা। এবার ঋণ প্রদানের টার্গেট বাড়ানো হয়েছে। ১২৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৪১ কোটি টাকা করা হয়েছে।