লক্ষ্মীর ভাণ্ডার-সহ অন্যান্য প্রকল্প তো রয়েছেই। এবার তার পাশাপাশি বাংলাবাসীর জন্য আরও এক নতুন প্রকল্প নিয়ে এত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রকল্পে মহিলারা একসাথে পাঁচ হাজার টাকা করে পাবেন। অনেক সাধারণ মানুষ এর মাধ্যমে উপকৃত হতে পারেন। রাজ্য সরকারের এই পরিকল্পনায় শুধু একটি নতুন প্রকল্পের জন্য আবেদন করতে হবে। এর নাম হল ‘জাগো’। রেজিস্ট্রেশন করেই ৫০০০ টাকা পাওয়া যেতে পারে এই প্রকল্পের জন্য। তবে এর জন্য আপনাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গোষ্ঠীর সদস্য হতে হবে। আপনাকে কমপক্ষে এক বছরের জন্য এই গ্রুপের সদস্য হতে হবে এবং আপনাকে এই গোষ্ঠীর হয়ে একটা নির্দিষ্ট সময় যাবৎ কাজ করতে হবে। তাছাড়া একটা ব্যাঙ্ক একাউন্ট থাকতে হবে এবং সেই একাউন্টে থাকতে হবে কমপক্ষে পাঁচ হাজার টাকা।
প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। shgsewb.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেকে রেজিস্টার করতে হবে। এরপর মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, এবং সেটা এন্টার করতে হবে। তারপরে নিজের স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত তথ্য দিতে হবে এবং এর সাথেই কিছু বিশেষ গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে। স্বনির্ভর গোষ্ঠী ইচ্ছা করলে বিডিও অফিসে গিয়ে তারা আবেদন করতে পারেন। এছাড়াও, ৭৭৮৩০০৩০০৩ নম্বরে মিসকল দিয়েও এই প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানা যাবে। উল্লেখ্য, ‘জাগো’ প্রকল্পে নাম লেখালে দু-লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমাও মিলবে।