প্রপিলিন কারখানার শিলান্যাস হল হলদিয়ায়। নিজেদের কারখানা চত্বরেই সেই নয়া কারখানা তৈরি করতে চলেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস (এইচপিসিএল)। যা ভারতের ভারতের বৃহত্তম ফেনল কারখানা হতে চলেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, গত দু’দশকে পশ্চিমবঙ্গের রাসায়নিক শিল্পে একলপ্তে এত টাকা বিনিয়োগ করা হয়নি, যা হলদিয়ায় প্রপিলিন কারখানার ক্ষেত্রে করল বাঙালি শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সংস্থা।
প্রপিলিন কারখানার শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন হলদিয়া পেট্রোকেমিক্যালসের কর্তারা। যা ভারতের বৃহত্তম প্রপিলিন কারখানা হতে চলেছে বলে দাবি করেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ। ওই কারখানার ফলে বছরে ৩০০ কিলো টন ফেনল তৈরি করতে পারবে হলদিয়া পেট্রোকেমিক্যালস। আর অ্যাসিটোন তৈরি হবে ১৮৫ কেটিপিএ।
হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষের আশা, ভারতের বৃহত্তম প্রপিলিন কারখানার জন্য ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে সেই কারখানার কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন হলদিয়া পেট্রোকেমিক্যালসের আধিকারিকরা। যেখানে ফেনল এবং অ্যাসিটোন তৈরি করা হবে।
হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষের আশা, নতুন কারখানা পুরোদমে কাজ শুরু করলে রাসায়নিক ব্যবসায় বহর আরও বাড়বে। অর্থাৎ রাসায়নিক ক্ষেত্রে হলদিয়া পেট্রোকেমিক্যালস যে পরিমাণ ব্যবসা করে, সেটা আরও বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যবসার অঙ্কটা ৫,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে অনুমান হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষের। সঙ্গে অনুসারী শিল্পে জোয়ার আসবে। বাড়বে কর্মসংস্থান।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে হলদিয়া পেট্রোকেমিক্যালসের হোলটাইম ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার নবনীত নারায়ণ জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই শিল্পের ব্যাপক উন্নতি হবে। তাঁরা যে কারখানা গড়ে তুলছেন, সেটার হাত ধরে প্রচুর শিল্প আসবে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প গড়ে উঠবে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে।