গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের রক্ষাকবজের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। আর এই ইস্যুকে হাতিয়ার করেই এবার মাঠে নামছে তৃণমূল। অবিলম্বে নিশীথকে গ্রেফতার করতে হবে— এই দাবি তুলে শুক্রবার দিনহাটা থানা অভিযান করতে চলেছে তারা। বৃহস্পতিবার সিতাই বিধানসভা কেন্দ্রের কর্মী সভা থেকে এই ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার ১১টায় দিনহাটা থানা অভিযান করতে চলেছে জেলা তৃণমূলের নেতৃত্ব-সহ কর্মী-সমর্থকরা।
প্রসঙ্গত, ২০১৮ সালে দিনহাটায় এক ব্যক্তির ওপর গুলি চালানোর ঘটনাকে নিয়ে আজও চলছে চাপানউতর। পুলিশে দায়ের করা অভিযোগে জানানো হয় নিশীথের নির্দেশেই ওই ব্যক্তিকে গুলি চালানো হয়েছিল। ওই ঘটনায় নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ২২৬ ধারায় মামলা রুজু করা হয়। নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। তারপরই রক্ষাকবচ চেয়ে সোজা আদালতের দ্বারস্থ হন নিশীথ।
বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় ও সূর্য প্রকাশ কেশিয়ারির ডিভিশন বেঞ্চ। আর এ খবর সামনে আসতেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ কর্মীসভা থেকে দিনহাটা থানা অভিযানের ডাক দেন। ওই কর্মী সভা থেকে তিনি বলেন, নিশীথ প্রামাণিককে গ্রেফতারের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না দিনহাটা পুলিশের। দিনহাটা পুলিশ নিশীথকে গ্রেফতার করতে পারে।