এবার অধীর চৌধুরীকে পাল্টা কটাক্ষে বিঁধলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরী বলেন, “পারলে বহরমপুর থেকে দাঁড়িয়ে জিতে দেখান। আপনার দয়া-দাক্ষিণ্যে বাংলায় লড়বে না কংগ্রেস। যে কোনও মামুকে এখানে পাঠিয়ে দাও। যদি হারাতে পারে, রাজনীতি ছেড়ে দেব।” এই মন্তব্যের পর কুণাল ঘোষ পাল্টা আক্রমণ শানিয়েছেন। বলেছেন, “২০২১ সালের নির্বাচন তৃণমূল একা লড়ে জিতেছিল। আর কংগ্রেস গিয়ে বামেদের সঙ্গে হাত মিলিয়ে শূন্য পেয়েছিল। বাংলায় কংগ্রেসকে কারও প্রয়োজন নেই।’”
এখানেই থেমে থাকেননি কুণাল। ‘”২০২১ সালে তৃণমূল একক শক্তিতে জিতে বাংলার ক্ষমতায় এসেছে। আর কংগ্রেস গিয়ে বাম পার্টির সঙ্গে জোট করে শূন্য পেয়েছে। বাংলায় কংগ্রেসকে কারও প্রয়োজন নেই। ইন্ডিয়া জোটের স্বার্থে তৃণমূল সমর্থন করছে কংগ্রেসকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় চড়ান্ত ডাক দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুটি আসন দিতে চাইছে তখন কংগ্রেস ৮টি আসন চাইছে। আমি জিজ্ঞাসা করতে চাই, বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসন। সেখানে একটাও জিততে পারলেন না কেন?”, সম্পাদক সংবাদসংস্থা এএনআইকে বলেন তিনি।