চলতি মাসের ২২ তারিখ রামমন্দিরের উদ্বোধন। যা ঘিরে এখন সাজ সাজ রব অযোধ্যায়। এর মধ্যেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা কর্ণাটকের বিধায়ক বিকে হরিপ্রসাদ। তিনি দাবি করেছেন, যে রামমন্দির উদ্বোধনের আগে কর্ণাটকে গোধরার মতো হিংসার ঘটনা ঘটতে পারে।
সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় কংগ্রেস বিধায়ক বলেন, ‘অযোধ্যার রাম মন্দির উদ্বোধন কোনও ধর্মীয় অনুষ্ঠান নয়, একটি রাজনৈতিক কর্মসূচি। যারা অযোধ্যায় যাচ্ছেন, কর্ণাটক সরকারের উচিত তাদের কঠোর নিরাপত্তা দেওয়া। না হলে গোধরার মতো ঘটনা ঘটতে পারে। কারণ গোধরায় একই ধরনের ঘটনা ঘটেছে।’
কর্ণাটক সরকারকে একটি সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন কংগ্রেস বিধায়ক। তিনি বলেন, গুজরাতে কর সেবকদের কারণেই গোধরায় আগুন দেওয়া হয়েছিল। গুজরাতের মুখ্যমন্ত্রী একজন কর সেবক।’ তবে এই মন্তব্য দলের নয় ব্যক্তিগত বলে দাবি করেছেন কংগ্রেস বিধায়ক।
তিনি আরও বলেছেন, ‘যদি বিজেপির ইতিহাসের দিকে তাকানো যায় তবে দেখা যাবে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি অনেক হয়েছে। তারা যেকোনও কিছু করতে সক্ষম। আমি দাবি করেছি যে অযোধ্যায় আসা সমস্ত লোকের জন্য সতর্কতামূলক ব্যবস্থা চালু করা হোক। রাজনৈতিক কর্মকাণ্ডের চেয়ে মানুষের জীবন গুরুত্বপূর্ণ।’