২০১৪ সালের ৩ জানুয়ারি মনমোহন সিং এ দেশের প্রধানমন্ত্রী শেষ সাংবাদিক বৈঠক করেছেন। আর সেটাই ছিল কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর শেষ সাংবাদিক বৈঠক। হ্যাঁ, প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদী গত ১০ বছরে কোনও সাংবাদিক বৈঠক করেননি! মুখোমুখি হননি সাংবাদিকদের দিল থেকে ধেয়ে আসা অজানা প্রশ্নের।
কোনও প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরে ১০ বছর কেটে যাওয়া নিয়ে কংগ্রেস এবার মোদীকে নিশানা করল। প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের শেষবেলায় মিডিয়া উপদেষ্টা ২০১৪-র ৩ জানুয়ারির সাংবাদিক বৈঠকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে লিখেছেন, ঠিক ১০ বছর আগে এই দিনেই কোনও ভারতীয় প্রধানমন্ত্রী শেষ সাংবাদিক বৈঠক করেছিলেন। শতাধিক বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। মনমোহন ৬২টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। প্রশ্ন বা উত্তরের কোনও চিত্রনাট্য আগে থেকে সাজানো ছিল না।
কংগ্রেসের বক্তব্য, বিজেপি মনমোহন সিংয়ের নীরবতা নিয়ে কটাক্ষ করত। বাস্তব হল, মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসেবে ১০ বছরে ১১৭টি সাংবাদিক বৈঠক করেছিলেন। মোদী একটিও করেননি। ১০ বছর আগে মনমোহনের সেই সাংবাদিক বৈঠকটি পরিচালনা করেছিলেন তদানীন্তন তথ্যসম্প্রচার মন্ত্রী মণীশ তিওয়ারি। তাঁর বক্তব্য, মনমোহন সিংহ ১০ বছরে ১০টি বার্ষিক সাংবাদিক বৈঠক করেছেন। বিদেশ সফরে গিয়ে ৭২টি সাংবাদিক বৈঠক করেছেন। রাজ্য সফরে গিয়ে ২৩টি এবং নির্বাচনী প্রচার, রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে ১২টি সাংবাদিক বৈঠক করেছেন। মণীশের প্রশ্ন, মোদী কেন গত ১০ বছরে একটিও সাংবাদিক বৈঠক করলেন না!