এখনও পর্যন্ত তিনবার ইডি তলব করেছে। দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় বারবার তলব এড়িয়ে গিয়েছেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী বুধবারেও হাজিরা দেননি। দিল্লির আপ নেতাদের আশঙ্কা, আপ সুপ্রিমোকে গ্রেফতার করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো বন্দোবস্তও করা হচ্ছে। কেজরিওয়াল গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় আপের শীর্ষনেতারা ইতিমধ্যেই পার্টি অফিসে জড়ো হওয়া শুরু করেছেন।
এদিকে এই জল্পনার মাঝেই আজ সকাল থেকেই অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বুধবার তৃতীয় বারের জন্য ইডির সমন এড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে ইডিকে চিঠি লেখেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানে তিনি তদন্তকারী সংস্থাকে জানান, রাজ্যসভা নির্বাচন এবং সাধারণতন্ত্র দিবসের উদযাপন অনুষ্ঠান নিয়ে তিনি ব্যস্ত।
উল্লেখ্য, এবছরের ২৭ জানুয়ারি রাজ্যসভায় বেশ কিছু সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। দিল্লি থেকে রাজ্যসভার ৩টি আসন ফাঁকা হবে এর জেরে। এই আবহে ইডিকে লেখা চিঠি কেজরিওয়ালের বক্তব্য, ‘আমি আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক। তাই এই প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছি। এছাড়া আমি দিল্লির মুখ্যমন্ত্রী। তাই ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়েও ব্যস্ত রয়েছি আমি।’
এর আগে গত ২ নভেম্বর কেজরিওয়ালকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। তবে সেই সমনকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে হাজিরা এড়িয়েছিলেন আপ নেতা। আর তারপর গত বছরের ২২ ডিসেম্বর তাঁকে সমনের চিঠি পাঠিয়ে ৩ জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। এই আবহে কেজরিওয়ালের অভিযোগ, এই সমনের নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে।