২০২৩ সালের পুজোয় মদ বিক্রি করে রাজ্যের আয় হয়েছিল ৬০০ কোটি টাকা। এবার সেই রেকর্ডও ভেঙে দিল নববর্ষের আনন্দ৷ সাত দিনে রাজ্যে প্রায় বিক্রি হল ৭৫০ কোটি টাকার৷ আবগারি দফতর সূত্রে এই খবর পাওয়া গিয়েছে৷ জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর রাত ১১.৩০ পর্যন্ত মদ বিক্রি হয়েছে প্রায় ৭৫০ কোটি টাকার। সাধারণ দিনের তুলনায় এই ৭ দিনে বিক্রির পরিমাণ ৪০ শতাংশ বেশি।
প্রসঙ্গত, শীতের শুরু থেকেই রাজ্যে বাড়ছে মদ বিক্রির পরিমাণ। গোটা ডিসেম্বর মাসে শুধু মদ বিক্রি করেই ২ হাজার ১০০ কোটি টাকা রাজ্য আয় করেছে, যা সর্বকালীন রেকর্ড। চলতি অর্থ বছরে মদ থেকে রাজ্যের আয় বেড়ে প্রায় ১৭ হাজার ৫০০ কোটি টাকা। যা গতবারের তুলনায় ১২ শতাংশ বেশি। আবগারি দফতরের আশা মার্চ মাসের মধ্যেই বিক্রির পরিমাণ ২২ হাজার কোটি ছাড়াবে।