সাফাই দিয়েও মিলল না রেহাই। ট্রাক চালকের উদ্দেশ্যে ‘কেয়া অওকত হ্যা তুমারি’ বলে ঝাঁঝিয়ে উঠলেন মধ্যপ্রদেশের শাজাপুরের জেলাশাসক তথা আইএএস অফিসার কিশোর কন্যাল। সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার ‘হিট অ্যান্ড রান’ সংক্রান্ত যে নয়া আইন এনেছে, তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ধর্মঘটের ডাক দেয় ট্রাক চালকদের সংগঠন। মধ্যপ্রদেশেও সেই ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়ে। সেই জট কাটাতে মঙ্গলবার ট্রাক চালকদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন শাজাপুরের জেলাশাসক কিশোর এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ধর্মঘটের সময় যাতে ট্রাক চালকরা নিজেদের হাতে আইন তুলে না নেন, সেই আর্জি জানান তাঁরা।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই উত্তাপ ছড়ায় সেই বৈঠকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় শাজাপুরের জেলাশাসক কিশোরকে মেজাজ হারিয়ে ফেলতে দেখা গিয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, এক ট্রাক চালক (তাঁকে ভিডিয়োয় দেখা যায়নি) বলছেন যে ‘ভালোভাবে বলুন। আর আঙুল তুলে আইএএস অফিসার বলতে থাকেন, ‘কী বলছ, সেটা মাথায় রাখ। কেয়া করোগে তুম? কেয়া অওকাত হ্যা তুমারি (তুমি কী করবে? তোমার কী যোগ্যতা আছে?)?’