নির্বাচনের প্রাকলগ্নে ফের বিপাকে পড়ল বঙ্গ গেরুয়াশিবির। বোমা বাঁধার সময় ঘটল বিস্ফোরণ! পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এমন ঘটনায় কাঠগড়ায় বিজেপি। ভূপতিনগরকে ‘অপবিত্র’ করেছে পদ্মশিবির, এই অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। অভিযোগ, বছরের প্রথম দিন ভূপতিনগরের নন্দের বাজার লাগোয়া রামচক গ্রামে বিমল বাড়ুই নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। আচমকাই বিস্ফোরণ ঘটে। তৃণমূলের দাবি, বিমল বাড়ুই বিজেপির সক্রিয় কর্মী। এলাকাকে অশান্ত করতেই বোমা বাঁধার কাজ চলছিল বলেই অভিযোগ উঠেছে।
উক্ত বিস্ফোরণে আহতরা বর্তমানে তমলুকের বেসরকারি হাসপাতালে ভর্তি। এই ঘটনার প্রতিবাদে রামচক মোড়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, ব্লক সভাপতি অম্বিকেশ মান্না-সহ কর্মী-সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করেন।