নতুন বছরের শুরুতেই আসামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৪ জনের। গুরুতর জখম হলেন আরও ২৭ জন। বুধবার ভোর ৫টা নাগাদ একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। দুমড়ে-মুচ়ড়ে যায় বাসের একাংশ।
দুর্ঘটনাটি ঘটেছে আসামের দেরগাঁও-তে। জানা গিয়েছে, অসামের আথখেলিয়া থেকে বালিজানে পিকনিক করতে যাচ্ছিলেন ৪৫ জন সদস্য। সকলে একই অঞ্চলের বাসিন্দা। পিকনিক করতে ভোর ৩টে নাগাদ তাঁরা সকলে রওনা দিয়েছিলেন। তবে গন্তব্যে পৌঁছনোর কিছুটা আগেই, দেরগাঁওতে উল্টোদিকে মারগেরিতা থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটির সামনের অংশ সম্পূর্ণ ভেঙেচুরে দুমড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্রেন দিয়ে ট্রাকটিকে সরানো হয় এবং দুর্ঘটনাগ্রস্থ বাস থেকে একে একে যাত্রীদের উদ্ধার করে আনা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ১৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও কমপক্ষে ২৭ জন। তাদের উদ্ধার করে জোরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। একাধিক আহত যাত্রীর অবস্থাই সঙ্কটজনক।