বছর ঘুরলেও পরিস্থিতি রয়েছে সেই আগের মতো। যোগীরাজ্য রয়েছে যোগীরাজ্যেই। আরও একবার প্রকাশ্যে এল সে রাজ্যের ভয়াবহ চিত্র। মহিলাদের বিরুদ্ধে অপরাধে শীর্ষস্থানে রয়েছে ‘ডবল ইঞ্জিন’ উত্তরপ্রদেশ। সম্প্রতি কেন্দ্রীয় সংস্থা জাতীয় মহিলা কমিশনের রিপোর্টেই এই তথ্য উঠে এসেছে। কমিশনের রিপোর্টে জানানো হয়েছে, গত বছর মহিলাদের বিরুদ্ধে অপরাধে যতগুলি অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে ৫৫ শতাংশই এসেছে বিজেপিশাসিত এই রাজ্য থেকে। এদিন জাতীয় মহিলা কমিশনের তরফে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় ২৮ হাজার ৮১১টি অভিযোগ জমা পড়েছে।এর মধ্যে মহিলাদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগে ৮ হাজার ৫৪০টি অভিযোগ জমা পড়েছে। গার্হস্থ্য হিংসা ঘটনায় অভিযোগ জমা পড়েছে ৬,২৭৪টি। রিপোর্ট থেকে উঠে এসেছে, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনায় ১৫৩৭টি অভিযোগ জমা পড়েছে।
পাশাপাশি, মহিলাদের ওপর শ্লীলতাহানির ঘটনায় ২৩৪৯টি ও যৌন হেনস্থার ঘটনায় ৮০৫টি অভিযোগ জমা পড়েছে। রাজ্যওয়াড়ি রিপোর্ট খতিয়ে দেখলে দেখা যাবে, সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে উত্তরপ্রদেশে। সেখানে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় ১৬,১০৯টি অভিযোগ জমা পড়েছে। এরপরে রয়েছে দিল্লি। সেখানে ২৪১১টি ও মহারাষ্ট্রে ১৩৪৩টি অভিযোগ জমা পড়েছে। একইসঙ্গে বিহারে অভিযোগ জমা পড়েছে ১৩১২টি। মধ্যপ্রদেশে ১১৬৫টি ও হরিয়ানায় ১১১৫টি অভিযোগ জমা পড়েছে। এই তালিকায় অনেকটাই নীচের দিকে রয়েছে বাংলা।