এবার সিনেমায় পর্দায় দেখা যাবে তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী রাজন্যা হালদারকে। গত বছরের ২১শে জুলাই, ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে বিপুল কর্মী সমাবেশের মধ্যে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা রাখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রথম সারির কিছু নেতা-মন্ত্রী। তবে এঁদের পাশাপাশি জ্বালাময়ী বক্তৃতা আর দৃঢ় আত্মবিশ্বাসের জন্য নজর কেড়েছিলেন এক সুন্দরী তরুণী। বেশ কিছুদিন আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তৃণমূলের সেই যুবনেত্রী রাজন্যা। এবার সিনেমায় নামছেন তিনি। শহিদ দিবসের অনুষ্ঠানের পরই সোনারপুরের মেয়ে রাজ্যনার কাঁধে একাধিক সাংগঠনিক দায়িত্ব তুলে দেয় তৃণমূল নেতৃত্ব। যাদবপুরের ছাত্রী গবেষক রাজন্যার কাঁধেই আসে বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের জমি শক্ত করার দায়িত্ব। শুধু যে রাজনীতি বা পড়াশোনাতেই ঝোঁক রয়েছে রাজন্যার, তেমনটা কিন্তু নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে গড়ে তোলা জয়ী বাংলা ব্যান্ডেও গান করেন তিনি। সর্বদা নিজেকে যুক্ত রাখেন একাধিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে। আর এবার বড় পর্দায় দেখা যাবে রাজন্যাকে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ এর জানুয়ারি মাসেই মুক্তি পেতে চলেছে প্রান্তিক চক্রবর্তী পরিচালিত ‘১৯৪৫ : বিহাইন্ড দ্য মাউন্টেনস’। এই পরিচালকের সঙ্গেই গত বছর বাগদান সেরেছেন রাজন্যা। স্বাধীনতা সংগ্রামী পুতলি তামাংয়ের জীবনের উপর নির্ভর করে ছবিতে মুক্তি পাবে আগামী ২৬শে জানুয়ারি। ছবিতে পুতলির চরিত্রে দেখা যাবে রাজন্যাকে। দার্জিলিং-সহ পাহাড়ের মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। নেপালি সাবটাইটেলও থাকবে সিনেমায়। রাজন্যার পাশাপাশি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ে দেখা যাবে সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, রিয়া ভুজেল, মণিকুমার ভুজেল সহ অন্যান্যদের। নিজের প্রথম ছবি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজন্যা বলেন, “আমার প্রথম ছবি মুক্তি পাচ্ছে, স্বাভাবিকভাবে খুশি। কাজ করে খুব ভাল লেগেছে। ছবিতে ভারতের স্বাধীনতা সংগ্রামের পাহাড়ের অবদানের পাশাপাশি ভিন্নভাবে ভালবাসার গল্পও ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি দর্শকদের এই ছবি ভাল লাগবে।” রাজন্যা আরও জানান, এই ছবির জন্য তিনি কোনও পারশ্রমিক পাননি। “ছবি মুক্তির পর প্রান্তিক যদি ভালবেসে আমাকে কিছু টাকা দেয়, তাহলেই আমি খুশি”, হাসতে হাসতে সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানান যুবনেত্রী।