আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া কটাক্ষে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অমৃত ভারত এক্সপ্রেসের সূচনার দিনই ভারতীয় রেলের ভাড়াবৃদ্ধি, বেসরকারিকরণ এবং পরিষেবা নিয়ে মোদী সরকারকে একহাত নিলেন রাহুল। সম্প্রতি দেশের বেশকিছু স্টেশনে প্রধানমন্ত্রীর ছবি-সহ সেলফি স্ট্যান্ড তৈরির উদ্যোগ নিয়েছে রেল। তার বিরুদ্ধেও নিন্দায় সরব হয়েছেন রাহুল। তিনি বলেছেন, “সাধারণ মানুষ সস্তায় ভালো পরিষেবা চান। শাহেনশার সঙ্গে ছবি নয়।” মোদী সরকারকে তোপ দেগে সোশাল মিডিয়া হ্যান্ডেলে কংগ্রেস নেতার পোস্ট, গরিবো কি সওয়ারি অর্থাৎ গরিবের যোগাযোগের মাধ্যম রেলের সব শ্রেণির ভাড়া বাড়িয়েছে ভারতীয় রেল। সিনিয়র সিটিজেনদের ভাড়ায় যে ছাড় দেওয়া হত, সেটা বাতিল করে দেওয়া হয়েছে। প্লাটফর্ম টিকিটের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রেলের বেসরকারিকরণের রাস্তাও খুলে দেওয়া হয়েছে।
পাশাপাশি, রাহুলের প্রশ্ন, সাধারণ মানুষের পকেট থেকে যে টাকা সরকার শুষে নিচ্ছে, সেটা কী কাজে লাগছে? আম জনতার কষ্টার্জিত টাকা কি শুধু সেলফি জোন তৈরির জন্য খরচ হচ্ছে? এই দেশের মানুষ কী চায়? কম খরচে ভালো পরিষেবা চায় নাকি শাহেনশার সঙ্গে সেলফি চায়? রাহুল একা নন, রেল স্টেশনে এই সেলফি পয়েন্ট তৈরি নিয়ে আগে মোদীকে বিঁধেছেন মল্লিকার্জুন খাড়গেও। তাঁর দাবি, করদাতাদের টাকায় সেলফি পয়েন্ট খোলাটা শুধু টাকার অপচয়। উল্লেখ্য, এই মুহূর্তে দেশজুড়ে ৩২টি রুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার অত্যধুনিক অথচ ‘সস্তায় পুষ্টিকর’ অমৃত ভারত এক্সপ্রেসেরও সূচনা করেছেন প্রধানমন্ত্রী। অযোধ্যায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ভারতীয় রেল এখন চকচকে, ঝকঝকে এবং আধুনিক। ঠিক সেই দিনই রেলের অন্ধকার দিক তুলে ধরলেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহল।