গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও ফের নতুন করে শুরু হয়েছে করোনার বাড়বাড়ন্ত। করোনার নয়া উপপ্রজাতি জেএন ১-এর প্রকোপে দেশে ক্রমশই বেড়ে চলেছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪৩ জনের শরীরে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। যা গত ২২৫ দিনের মধ্যে সর্বাধিক। যদিও কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা।
এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন ৩ হাজার ৯৯৭ জন করোনা আক্রান্ত রোগী। একদিনে মৃত্যু হয়েছে সাতজনের। তার মধ্যে তিনজন কেরালার বাসিন্দা এবং একজন করে চণ্ডীগড় এবং তামিলনাড়ুর। উল্লেখ্য, বড়দিন এবং বর্ষবরণ ঘিরে দেশজুড়ে ফেস্টিভ মুড। ক্লাব, পাব থেকে শুরু করে বিভিন্ন বিনোদন স্থানগুলিতে উপচে পড়বে ভিড়। পর্যটক গিজগিজ করছে ট্যুরিস্ট স্পটগুলিতেও। ফলে আগামী দু’দিন ভিড় স্থানগুলিতে দ্রুতহারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।