ফি বছর গঙ্গাসাগরে পুণ্যস্নান অন্যতম উৎসব সাধুসন্ত থেকে আমজনতার কাছে। আর তাই সাগর মেলা জমে ওঠে ভিন রাজ্য থেকে আসা সাধুসন্তদের ভিড়ে। প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলার কয়েকদিন আগে থেকে তাঁরা এসে পৌঁছন কলকাতায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে বাবুঘাটে ইতিমধ্যেই সাধুসন্তরা এসে ভিড় জমিয়েছেন। একহাজারের মতো সাধুসন্ত ইতিমধ্যেই বাবুঘাটে এসে পৌঁছেছেন। তাঁদের উপস্থিতি রীতিমতো গমগম পরিবেশ তৈরি করেছে।
এদিকে, গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বাবুঘাটে ইতিমধ্যেই বিভিন্ন তাঁবু, প্যান্ডেল তৈরির কাজ চলছে। অস্থায়ী শৌচালয় থেকে শুরু করে পুণ্যার্থীদের থাকার জন্য জায়গা গড়ে তোলা হচ্ছে। উল্লেখ্য, এবার গঙ্গাসাগরে পরিচ্ছন্নতা এবং বর্জ্য নিষ্কাশনের বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। মেলার সময় চালু থাকবে কঠিন বর্জ্যের জন্য সাতটি এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য তিনটি ইউনিট। পুণ্যার্থীদের মধ্যে ৬০ লক্ষ জলের পাউচ বিতরণও করবে প্রশাসন।