বছরের শেষে ভোল বদল আবহাওয়ার। বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর তার কারণেই বাড়ছে তাপমাত্রা। ফলস্বরূপ ডিসেম্বরের শেষ লগ্নে হাড় কাঁপানো ঠান্ডা দূর অস্ত, শীতের আমেজটুকুও নেই। বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের জেরেই ভরা পৌষে বাংলা থেকে উধাও শীত!
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বড়দিনের মতো বর্ষবরণেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। ক্রমশ্য ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ভোরের দিকে দক্ষিণের বেশিরভাগ জেলা কুয়াশায় আচ্ছন্ন থাকলেও বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রা। পুবালী হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকাই তার কারণ। চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী বেশ কয়েক দিন আবহাওয়া এমনই থাকবে। জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত স্বাভাবিকের তুলনায় রাতের তাপমাত্রা অনেকটাই ওপরে থাকবে।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। আপাতত এই বছরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের শীত পড়তে পারে। এদিকে,নউত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টিপাত হতে পারে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে।