এবার মোদী সরকার তথা বিজেপিকে মজার ছলে কটাক্ষে বিঁধলেন গায়ক চক্রবর্তী। প্রসঙ্গত, আগামী ২২শে জানুয়ারি উদ্বোধন হবে রামমন্দির। মঞ্চে নচিকেতা ‘কোথায় জন্মেছে রাম…’ শীর্ষক গানটি গাইছিলেন। তার মাঝেই গায়কের মন্তব্য, “এই রাম জন্মভূমি নিয়ে প্রচুর ধ্যাস্টামি চলে আমাদের দেশে, এটা তো ধর্মের ব্যাপার নয়, এটা আসলে রাজনৈতিক খেলা।”
এখানেই থেমে থাকেননি নচিকেতা। “আমরা যদি রামে বিশ্বাস করি তাহলে দশরথ নয় কেন? রামের জন্মভূমি জানতে হলে দশরথকে প্ল্যানচেট করে ডাকা হোক। তিনিই বলতে পারবেন কোথায় জন্মেছেন রাম! নয়তো কখনও অযোধ্যা, কখনও কিষ্কিন্ধ্যা আবার কখনও ধর্মতলায় ঘণ্টায় ঘণ্টায় রাম জন্মাতে থাকবে”, স্পষ্ট জানিয়েছেন তিনি।