চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়ছে বিরোধী। আর কংগ্রেসের পাশাপাশি ক্রমশই সেই ‘ইন্ডিয়া’ জোটের মূল চালিকা শক্তি হয়ে উঠছে রাজ্যের দল তৃণমূল। এমতাবস্থায় বাংলায় তৃণমূল ও কংগ্রেসের মধ্যে আসন রফা হয়ে গিয়েছে বলে দাবি করলেন কংগ্রেস সাংসদ আবু হাসেম চৌধুরি! তিনি জানিয়েছেন, তৃণমূল নেত্রী ইতিমধ্যেই হাতশিবিরকে দুটি আসন ছাড়তে রাজি হয়ে গিয়েছেন। মালদহের নেতা, প্রয়াত গনি খান চৌধুরির ভাই ডালুবাবু আশাবাদী, তাঁর মালদহ দক্ষিণ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির বহরমপুর আসনে লড়ার সুযোগ পাবে কংগ্রেস। একধাপ এগিয়ে তাঁর দাবি, বিজেপির বিরুদ্ধে আসনরফা হয়ে গিয়েছে।
মালদহের কোতোয়ালিতে বসে জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ আবু হাসেম বলেন, ‘মালদহ দক্ষিণ ও বহরমপুর আসনটি কংগ্রেসকে ছাড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আরও কিছু আসন চেয়েছি। দীপা দাশমুন্সির রায়গঞ্জ, মালদহ উত্তর, মুর্শিদাবাদ আর পুরুলিয়ার নেপাল মাহাতোর আসন চাইছি। আশাকরি জোট নিয়ে সমস্যা হবে না। জোটের জন্য অপেক্ষায় রয়েছি। ৩০ ডিসেম্বর আলোচনার পরই সেটি হয়তো চূড়ান্ত হবে।’ ডালুবাবু জানান, ‘বাংলায় তৃণমূলকে কংগ্রেসের জন্য কিছু আসন বাড়াতে হবে। বিজেপিকে পরাস্ত করতে ইন্ডিয়া জোটের প্রয়োজন আছে।’ তাঁর মতে, ‘কংগ্রেসকে দুটি আসন দিলে সমস্যার সমাধান হবে না। বহরমপুর আর দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্র ছেড়ে দিয়েছে তৃণমূল। কিন্তু আমাদের সাতটি আসনের দাবি রয়েছে।’