গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও ফের নতুন করে শুরু হয়েছে করোনার বাড়বাড়ন্ত। করোনার নয়া উপপ্রজাতি জেএন ১-এর প্রকোপে দেশে ক্রমশই বেড়ে চলেছে সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১২ জন। এর ফলে সংক্রমণের সক্রিয় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৭০।
অন্যদিকে কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের কারণে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভারতে কোভিড আক্রান্তের বর্তমান সংখ্যা ৪,৫০,০৯,৬৬০। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে এখনও পর্যন্ত কোভিডের নতুন প্রজাতি জে এন -১-এর ৬৯ জন রোগীর আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়েছে, যে তালিকায় কর্ণাটক রয়েছে সবার উপরে। ৬৯ জন রোগীর মধ্যে কর্ণাটক থেকে ৩৪টি, মহারাষ্ট্রে ৯টি, গোয়া থেকে ১৪টি, কেরল থেকে ৬টি, তামিলনাড়ু থেকে ৪টি এবং তেলেঙ্গানা থেকে ২টি কেস রিপোর্ট করা হয়েছে।