একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই শনির দশা শুরু হয়েছে বঙ্গ বিজেপির। দলত্যাগের হিড়িক, আদি-নব্য দ্বন্দ্ব তো ছিলই। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে শিকেয় উঠেছে তাদের সংগঠনেরও। কিন্তু এত কিছুর পরেও বর্ষশেষে রাজ্যে এসে তাদের জন্য লোকসভা নির্বাচনে বাংলা থেকে বড় অঙ্কের আসন টার্গেট বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শুধু তাই নয়। এও শোনা যায়, যে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য নাকি ১৫ জনের নির্বাচনী কমিটি গঠন করে দিয়ে গিয়েছেন তাঁরা। সংবাদমাধ্যমে যে তালিকা প্রকাশিত হয়, তাতে ছিল না বাংলার চার কেন্দ্রীয় মন্ত্রীর নাম। এই আবহে জল্পনা শুরু হয় রাজ্যের রাজনৈতিক মহলে। এই আবহে শাহ ও নাড্ডা কলকাতা ছাড়তেই এই ‘কমিটি’ নিয়ে মুখ খোলেন সুকান্ত মজুমদার। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই ধরনের কোনও কমিটি নাকি শাহ ও নাড্ডা গড়ে দিয়ে যাননি।
শোনা গিয়েছিল, রাজ্যে এসে ১৫ সদস্যের এক ভোট ‘ম্যানেজমেন্ট টিম’ তৈরি করে দিয়েছিলেন শাহ ও নাড্ডা। উল্লেখ্য, বিধাননগরের এক হোটেলে বিজেপির ১৫ জন নেতা বৈঠক করেছিলেন শাহ-নাড্ডার সঙ্গে। এরপরই জল্পনা তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘কোনও কমিটি তৈরি হয়নি। রাজ্যের নির্বাচনী কমিটিতে কেন্দ্রের কোনও নেতার নাম থাকে না। সম্ভবত, আজকের বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন, সেই লিস্ট আপনারা পেয়েছেন। আগামী দিনের রোডম্যাপ কী হবে চব্বিশের ভোটকে সামনে রেখে সেই কথা বলে গিয়েছেন তাঁরা। যে ৩৫টি সিটের টার্গেট, সেই টার্গেটকে সামনে রেখে আমরা এগোবো।’ তিনি আরও বলেন, ‘আপনাদের কাছে সম্পূর্ণ ভুল তথ্য আছে। নির্বাচনের কোনও কমিটি তৈরি হয়নি। নির্বাচনের যে কমিটি টিভিতে দেখানো হচ্ছে, মাননীয় অমিত শাহজি এবং জেপি নাড্ডাজির নামও নাকি তাতে আছে। রাজ্য নির্বাচনী কমিটিতে কেন্দ্রীয় কোনও নেতার নাম থাকে না।’