কাশ্মীর ইস্যু একান্তই ভারতের বিষয়। সেখানে অন্য কোনও দেশের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এমনটাই বারবার বলে আসছে ভারত। এবার এনিয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বললেন, কথাবার্তা বলে যদি আমরা কাশ্মীর সমস্যার সমাধান না করি তাহলে কাশ্মীরের পরিস্থিতি গাজা বা প্যালেস্টাইনের মতো হবে। জঙ্গি হামলায় ৫ জওয়ানের মৃত্যু ও পুঞ্চে ৩ সাধারণ নাগরিকের মৃত্যুর পর এমন মন্তব্য করলেন ফারুক আবদুল্লা।
কাশ্মীর সম্পর্কে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নীতির কথা মনে করিয়ে দিয়ে ফারুক আবদুল্লা বলেন, অটল বিহারী বাজপেয়ী বলতেন আমরা বন্ধু বদল করতে পারি কিন্তু প্রতিবেশী বদলাতে পারি না। প্রতিবেশীর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকলে দুজনেরই উন্নতি হবে। প্রধানমন্ত্রী মোদীও বলছেন যুদ্ধ কোনও সমাধান নয়। সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করতে হবে।
আলোচনা কার সঙ্গে? ফারুক আবদুল্লা বলেন, নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন। পাকিস্তানের বক্তব্য হল কাশ্মীর নিয়ে আলোচনায় তারা রাজি। কিন্তু আমরা রাজি নই কেন? আলোচনার মাধ্যমে যদি আমরা সমাধান না খুঁজি তাহলে আমাদের দশাও গাজা বা প্য়ালেস্টাইনের মতো হবে। সেখানে বোমা পড়বে।