গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও ফের নতুন করে শুরু হয়েছে করোনার বাড়বাড়ন্ত। করোনার নয়া উপপ্রজাতি জেএন ১-এর প্রকোপে দেশে ক্রমশই বেড়ে চলেছে সংক্রমণ। বড়দিনেও উদ্বেগ বাড়াল মারণ ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪১২ জন। পাশাপাশি মোট সক্রিয় কেসের সংখ্যা ৪ হাজার ০৫৪-এ দাঁড়িয়েছে। শুধু তাই নয়. কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, জেএন ১ সাব-ভ্যারিয়েন্টে ৬৩ জনের শরীরে মিলেছে।
প্রসঙ্গত, শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। কেরল-সহ একাধিক রাজ্যে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর সোমবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড, অক্সিজেন বেড, আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের নির্দেশ দেওয়া হয়েছে।