এবার ফের ভূমিকম্প লেহ-লাদাখে। মঙ্গলবার কাকভোরে কেঁপে উঠল সেখানের বিস্তীর্ণ অঞ্চল। এদিন ভোর ৪টে ৩৩ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৫। জাতীয় ভূকম্পণ পর্যবেক্ষণ সংস্থা আরও জানিয়েছে যে, জম্মু-কাশ্মীরের কাছে কিস্তওয়ারে একটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩.৭। তবে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে লেহ-লাদাখে ভূমিকম্প অনুভূত হয়। এর পাশাপাশি জম্মু, শ্রীনগর, পুঞ্চ, কিশতওয়ার-সহ এই অঞ্চলের বেশ কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সিসমোলজি সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। নভেম্বরেও লাদাখে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪।