আজব মন্তব্য করে ফের হাসির খোরাক হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কাঁথির এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, ”এই যে ডিসেম্বরেও শীত নেই, গরম ভাব। তার জন্যেও তৃণমূল দায়ী।” আর স্বভাবতই এই বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শুভেন্দুর সেই বক্তব্যের ভিডিও বলেন, ”বদ্ধ পাগল! মাথার চিকিৎসা জরুরি।” শুক্রবার কাঁথিতেছিল প্রাক্তন সেনাকর্মীদের সমাবেশ। সেখানে আমন্ত্রিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, ”এই যে ডিসেম্বর মাসে আজকে দাঁড়িয়ে আছেন, শীত লাগছে? আমার তো গরম লাগছে। এর জন্য তো দায়ী টিএমসি।”?
প্রসঙ্গত, শহরের পুকুর ভরাট নিয়ে কলকাতা পুরসভা যে কড়া পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে শুভেন্দুকে প্রশ্ন করা হয়। তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়টি বলতে গিয়ে এহেন মন্তব্য করে বসেন তিনি। তাঁর বক্তব্যের সেই অংশটি ভাইরাল সোশাল মিডিয়ায়। তা নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ লিখেছেন, ”বদ্ধ পাগল! মাথার চিকিৎসা জরুরি।” অবশ্য আগেও শুভেন্দুর একাধিক মন্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলে তুলনা করেছিলেন এবং সুচিকিৎসার পরামর্শ দিয়েছিলেন তিনি।