এবার বড়দিনের আবহে উৎসবের নতুন স্বাদ পেতে চলেছেন পাহাড়বাসী। দার্জিলিং থেকে সাদা কার্শিয়াং, কালিম্পং থেকে শিলিগুড়ি, সর্বত্র উৎসবের মেজাজ। নতুন সাজে সেজে উঠেছে শহরের রাস্তাঘাট থেকে গির্জা। শিলিগুড়ির মহানন্দা সেতু থেকে উড়ালপুল- সর্বত্র সেজে উঠেছে ক্রিসমাস উৎসবে নতুন রূপে। পাহাড়ে সঙ্গীত চর্চাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে এবার মেলো টি ফেস্টের আয়োজন করেছে দার্জিলিং পুলিশ। শুক্রবার দার্জিলিং ম্যালের চৌরাস্তায় এই উৎসবের উদ্বোধন করেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এক্সিকিউটিভ অনীত থাপা।
উল্লেখ্য, তিনদিনের এই ফেস্টের শেষদিন অর্থাৎ ২৪শে ডিসেম্বর দার্জিলিং হিল ম্যারাথন অনুষ্ঠিত হবে। দার্জিলিং পুলিশ প্রতি বছরই হিল ম্যারাথনের আয়োজন করে। বিভিন্ন জনজাতির নিজস্ব রীতির সংস্কৃতি নিয়ে সারা বছর চর্চা করে। পাশাপাশি তরুণ প্রজন্ম প্রচুর ছোট ছোট ব্যান্ড তৈরি করে বছরভর সংগীত চর্চা করছে। পাহাড়ের প্রচুর ছেলেমেয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে ব্যান্ডে যেমন কাজ করেন পাশাপাশি সংগীত শিল্পীদের সঙ্গেও কাজ করছেন। পাহাড়ের এই সঙ্গীত চর্চাকে তুলে ধরতেই দার্জিলিং পুলিশের এই মেলো টি ফেস্টের আয়োজন। এখানে পাহাড়ের প্রসিদ্ধ চায়ের সঙ্গেও তুলে ধরা হচ্ছে সঙ্গীতকেও।