সদ্যসমাপ্ত ক্রেতা সুরক্ষা মেলায় ৭০ কোটি টাকার বেশি ব্যবসা করে নয়া নজির গড়ল রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর। গত বছর এই পরিমাণ ছিল ৬২ কোটি টাকার কিছু বেশি। বিভাগীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই খবর জানিয়ে বলেন, নভেম্বরের ২৪ তারিখ থেকে ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত চলা এই মেলায় প্রতিদিন গড়ে ৩০ হাজার মানুষের সমাগম হয়েছে। কোনও কোনও সপ্তাহের শেষ এবং ছুটির দিনে এই সংখ্যা ৬৫ হাজারও ছাড়িয়ে গিয়েছে।
তিনি জানান, এবার যেসব দর্শকরা মেলায় এসেছেন তাঁরা সকলেই কিছু না কিছু কিনেছেন। ২৩টি জেলার ৭০০০-এর বেশি শিল্পীরা ইকোপার্ক লাগোয়া প্রাঙ্গণে এই মেলায় অংশগ্রহণ করেন। নিজেদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ও হস্তশিল্পের নমুনা বিক্রির জন্য ৫০টি প্যাভিলিয়ন তৈরি করা হয়। প্রতিটি প্যাভেলিয়নে ছিল প্রায় ৪০টি করে স্টল। এছাড়াও ইকো পার্কের গেট নম্বর ১-এ খোলা মাঠে আরও ৩০০০ হাজার স্টল ছিল। কলকাতা ছাড়াও শিলিগুড়ি পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বোলপুর এবং বাঁকুড়াতেও একই ধরনের হস্তশিল্প মেলায় আয়োজন করা হয়েছে।