২০২৪ সালের লোকসভা নির্বাচনের বেশি বাকি নেই। পাঁচ রাজ্যের ‘সেমিফাইনালে’ গেরুয়া ঝড়ই কার্যত দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ইন্ডিয়া জোট কি পারবে মোদিকে অপসারিত করতে? নাকি মোদী আরও বড় শক্তি নিয়ে প্রত্যাবর্তন করবেন? এই বিষয়েই মুখ খুললেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। সেই সঙ্গে স্পষ্ট জানালেন, মোদীর উত্তরসূরি হবেন আরও কড়া হিন্দুত্ববাদী।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি। দীর্ঘ সেই সাক্ষাৎকারে ইন্ডিয়া জোটের জয়ের সম্ভাবনা থেকে শুরু করে জাতীয় রাজনীতির নানা বিষয়েই মুখ খুললেন কিশোর। পাশাপাশি মোদি সম্পর্কেও মুখ খুললেন। তাঁর মতে, মোদীর ক্যারিশমা ২০১৪ সালে যা ছিল, তা অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছে। কিশোরের কথায়, ‘২০১৪ সালে যখন মোদীকে মানুষ ভোট দিয়েছিলেন, ভেবেছিলেন এই মানুষটা সব বদলে দেবেন। আবার ২০১৯ সালে তাঁরাই ভাবলেন, সেভাবে কিছুই বদলায়নি, তবে অন্তত উনি চেষ্টা তো করছেন। এবার, ২০২৪ সালে ভোট দেওয়ার সময় তাঁরা হয়তো ভাববেন, এটা ঠিকই উনি সেভাবে কোনও বদল ঘটাতে পারেননি। কিন্তু মোদি ছাড়া আর কেই বা আছেন’?
মোদীর পরে কে? কিশোরের মতে, তিনি হবেন আরও কট্টর হিন্দুত্ববাদী। জনপ্রিয় ভোট কৌশলীর মতে, ‘বিজেপি ও আরএসএসের নেতৃত্বের ট্রেন্ডটা গত কুড়ি বছরে একবার দেখুন। প্রথমে ছিলেন বাজপেয়ী ও আডবাণী। বাজপেয়ী উদারচেতা। আডবাণী কট্টর। পরে এলেন আডবাণী আর মোদী। দুজনেই কট্টর। এখন চালাচ্ছেন মোদী ও শাহ। তাঁরাও কট্টর। অর্থাৎ এর পর যিনি আসবেন, তিনি হবেন আরও কট্টর হিন্দুত্ববাদী’। তবে কারও নাম নেননি তিনি। যদিও অনেকেই মনে করছেন যোগী আদিত্যনাথের মতো কারও কথাই বলতে চেয়েছেন প্রশান্ত কিশোর।