মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুললেই বিরোধীদের চুপ করাতে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেয় বিজেপি। বরাবরই এই অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেশের তামাম বিরোধী নেতা-নেত্রীরা। এবার ফের প্রকাশ্যে গেরুয়া শিবিরের প্রতিহিংসার রাজনীতি! মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকের পরই নতুন বছরে ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠাল ইডি! এর আগেও দু’বার তাঁকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথমবার হাজিরা দিলেও দ্বিতীয়বার সমন এড়িয়ে যান আম আদমি পার্টির সুপ্রিমো।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ৩ জানুয়ারি কেজরিকে ডেকে পাঠিয়েছে ইডি। দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দপ্তরে তাঁকে হাজির হতে বলা হয়েছে। এবারও কি সমন উপেক্ষা করবেন আপ প্রধান, তা নিয়ে জল্পনা রয়েছে। হাজিরা না দিলে কোন পথে হাঁটবে ইডি, সেই প্রশ্নও উঠছে। প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়। আপের অন্দরে আশঙ্কা, হাজিরা দিলে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হবে। আপ নেতা রাঘব চাড্ডা মনে করছেন, কেজরিকে গ্রেপ্তার করার ‘ছক’ করছে বিজেপি। তিনি বলেছেন, নেতাদের উপর প্রতিহিংসার রাজনীতি চালিয়ে যাচ্ছে বিজেপি।