পূর্বাভাস ছিলই। সেই মতোই দুই দিনে ২ ডিগ্রি বাড়ল রাতের তাপমাত্রা। কলকাতায় রাতের পারদ পৌঁছাল প্রায় ১৭ ডিগ্রিতে। দিনের তাপমাত্রা ২৫ ছাড়াল। কুয়াশার চাদরে ঢাকল গোটা বাংলা। এদিকে, আগামী ২৮ বা ২৯ ডিসেম্বর বঙ্গোপসাগরে ফের তৈরি হবে ঘুর্ণাবর্ত। যার ফলে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে বাড়তে শুরু করেছে তাপমাত্রাও।
আগামী ৪৮ ঘন্টায় আরও ২ ডিগ্রি পর্যন্ত পারদ উত্থান হতে পারে। সোমবার দিনের তাপমাত্রা ২৭-এর ঘরে পৌঁছাতে পারে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এলাকায়। এই ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু, কেরালা সহ দক্ষিণ ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। বিপরীত অর্থাৎ দক্ষিণ পূর্ব সামুদ্রিক উষ্ণতর জলীয়বাষ্পপূর্ণ হাওয়ার আনাগোনা বাড়বে।