একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই শনির দশা শুরু হয়েছে বঙ্গ বিজেপির। দলত্যাগের হিড়িক, গোষ্ঠীকোন্দল তো ছিলই। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বেহাল দশা সংগঠনেরও। আর তাই।বঙ্গ বিজেপির ওপর ভরসা না রেখে এবার ভোট ময়দানে নামতে বাধ্য হচ্ছে আরএসএস। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির বর্তমান ক্ষমতাসীন শিবিরের ওপর সম্পূর্ণ আস্থা নেই সংঘের। তাই লোকসভা ভোটে বিজেপি কর্মীদের পাশাপাশি সমান্তরাল ভাবে গোপনে কাজ করবে আরএসএসের পৃথক বাহিনী। লোকসভা ভোটকে সামনে রেখে জানুয়ারি মাস থেকেই দিল্লির নির্দেশে কাজ করবে সংঘ। এই বাহিনী বিজেপি নেতা-কর্মীরা এলাকায় ভোটের কী কাজ করছে সেদিকেও নজর রাখবে।
শুধু তাই নয়। লোকসভা ভোটের প্রচারে বাংলায় মোদি, অমিত শাহদের জনসভায় গোটা সংঘ পরিবারের সব সংগঠন লোক জমায়েত করবে। সূত্রের খবর, বিজেপির সঙ্গে সমান্তরালভাবে নীরবে কাজ করবে আরএসএসের এই বাহিনী। রাজ্য বিজেপির এক শীর্ষনেতার কথায়, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও এইভাবে কাজ করেছে আরএসএস। যদিও বাংলার রাজনৈতিক পরিস্থিতি আলাদা। এখানে আরএসএসের এই নয়া কৌশল আদৌ কোনও কাজ দেবে কি না, তা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই সংশয় ও প্রশ্ন রয়েছে। কারণ, বঙ্গ বিজেপির সংগঠনের যা নড়বড়ে অবস্থা, গোষ্ঠীকোন্দল, তাতে আরএসএস যতই কৌশল প্রয়োগ করুক না কেন, সফল হওয়া কঠিন।