সম্পন্ন হয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। ভোটে জিতে প্রধান পদে বসেছেন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিজনেস পার্টনার সঞ্জয় সিং। ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করে কুস্তি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সাক্ষী মালিক। আর এবার আরও বড় পদক্ষেপ নিলেন বজরং পুনিয়া। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে তা জানিয়ে দিয়েছেন তারকা কুস্তিগির। “আমরা সত্যের জন্য লড়াই করছিলাম। মহিলাদের সম্মানের জন্য লড়াই করছিলাম। আমরা সক্রিয় অ্যাথলিট। দেশের জন্য পদক জয়ই আমাদের কাছে প্রাধান্য পায়। আমি মনে করি না মেয়েরা সুবিচার পাবে কারণ সিস্টেমই সেরকম নয়। মহিলাদের ভেঙে ফেলার চেষ্টা করা হয়। বিচারব্যবস্থায় আমাদের এখনও আস্থা রয়েছে। তবে সরকার কথা রাখেনি। তাই পদ্মশ্রী পুরস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফেরত দিলাম”, জানিয়েছেন বজরং।