রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন, ঢেউচা-পাঁচামি কয়লাখনি প্রকল্পের জন্য যারা জমি দিয়েছেন তাঁদের রাজ্য সরকারের তরফে সরকারি চাকরি দেওয়া হবে। যেমন কথা তেমন কাজ। এবার বীরভূমের ঢেউচা-পাঁচামি কয়লাখনি এলাকায় এবার জমির বিনিময়ে চাকরি প্রদানের কাজে হাত দিতে চলেছে মমতা সরকার। এখনও পর্যন্ত এই প্রকল্পে জমির বিনিময়ে চাকরি পেয়েছেন প্রায় ৮৫০ জন। এবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই রাজ্য সরকার আরও দুটি ধাপে ৬৫০ জন জমিদাতাকে চাকরি দিতে চলেছে। যার জেরে প্রকল্পের মূল কাজ শুরুর আগেই প্রায় ১৫০০ জন সরকারি চাকরি পেতে চলেছেন।
ঢেউচা-পাঁচামি কয়লা প্রকল্পের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্য সরকার। বাসিন্দাদের ‘জমি নিন, চাকরি দিন’— এই দাবিতে সিলমোহর দেওয়ার পথে তারা। বহু প্রতীক্ষিত ১২ ও ১৩ ধাপের চাকরি দিতে সবরকম প্রস্তুতি হয়ে গিয়েছে। এই দুই ধাপে আরও প্রায় ৬৫০ জন জমিদাতা চাকরি পেতে চলেছেন। ১২ ধাপের আওতায় থাকা সমস্ত জমিদাতাদের জমির কাগজপত্র যাচাই হয়ে গিয়েছে। বৃহস্পতিবার থেকে পরের ধাপের যাচাইয়ের কাজ শুরু হয়েছে। সব থেকে বড় কথা এই প্রকল্পের শুরুতে যেসব ধাক্কা, বাধা-বিপত্তি ছিল, তা কাটিয়ে উঠতে পেরেছে প্রশাসন। বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেই এই পর্যায়ে আসা সম্ভব হয়েছে। জমিদাতা বাসিন্দাদের জন্য জমির মূল্য, চাকরি ও প্রকল্প শুরুর সঙ্গে সঙ্গে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হচ্ছে।