২০টা আসন! বুধবার এআইসিসি সদর দপ্তরের বৈঠকে প্রদেশ নেতাদের এই ‘অযৌক্তিক’ কথা শুনে প্রথমে হেসে শেষে প্রবল ক্ষোভ প্রকাশ করে রাহুল গান্ধীর প্রশ্ন, ‘বাস্তবসম্মত কথা বলুন। কলকাতা থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে বাংলায় দলের কজন বিধায়ক আছেন?’
তৃণমূলের সঙ্গে কংগ্রেস যে জোট করতে চলেছে সেই বার্তা দিয়েই এ রাজ্যে দলের ভোট শতাংশ সামনে রেখে এর পরই একেবারে বাস্তবসম্মত আলোচনা করে যান রাহুল। ‘অযৌক্তিক’ হলেও বাংলা থেকে যাওয়া প্রত্যেক নেতার কথা তিনি শুনেছেন এবং শেষে স্পষ্ট বলে দিয়েছেন, ‘বিজেপিকে হারানো ছাড়া দ্বিতীয় কোনও লক্ষ্য নেই। সংগঠনের কাজ করুন। দলের কর্মী চাই’।
প্রদেশ নেতা আব্দুস সাত্তার, শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়, আজাহার মল্লিক, রাসু দত্ত, দীপা দাশমুন্সি, নেপাল মাহাতো-সহ আরও কয়েক জন বলার পর অধীর চৌধুরী বক্তব্য রাখেন। প্রত্যেকে একা লড়াইয়ের কথা বলেন। রাহুল ছাড়া সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল ও এ রাজ্যের পর্যবেক্ষক এ চেল্লাকুমার ছিলেন বৈঠকে।
প্রদেশের দাবি শুনে শুরুতেই রাহুল প্রশ্ন করেন, ‘কত আসনে লড়ার ভেবেছেন? তখনই রাজ্যের ৪২ আসনের মধ্যে ২০ আসন দাবি করে বসেন নেতারা। হাসতে হাসতে রাহুল প্রশ্ন করেন, ‘দলের কত শতাংশ ভোট আছে বাংলায়? ২০টা আসনের কথা বলছেন? কলকাতা বাংলার রাজধানী। তার ৩০০ কিলোমিটারের মধ্যে কজন বিধায়ক আছেন?’ শোনার পরই সমঝে যান প্রদেশ নেতারা। ২০ থেকে আসনের দাবি ১২-তে নামে। রাহুলের আরও বক্তব্য ছিল, ‘গোল গোল কথা বলবেন না। বাস্তব ছবিটা বলুন।’