ম্যাজিশিয়ান পি সি সরকারকে তলব করল কেন্দ্রীয় সংস্থা ইডি। ইডি দফতরে হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল তাঁকে। সেই মতো শুক্রবার সকালেই সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে।
শুক্রবার সকালে কলকাতায় ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে যান প্রখ্যাত এই জাদুকর। তবে কী কারণে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে গেলেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এর আগে একটি চিটফান্ডের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। সেই দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে গিয়েছিলেন তিনি।
জানা যাচ্ছে, এবারও চিটফান্ড সংক্রান্ত মামলাতেই তাঁকে তলব করা হয়েছে। টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলায় আগেই নাম জড়িয়েছিল তাঁর। এই মামলাতেই সিবিআই তল্লাশি চালায় পি সি সরকারের বাড়িতে। এবার কেন্দ্রীয় সংস্থার দফতরে তলব করা হয়েছে তাঁকে। ইডি সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হবে।
টাওয়ার গ্রুপ নিয়ে প্রথমে তদন্ত শুরু করেছিল সিবিআই। ওই কেন্দ্রীয় সংস্থার তরফে পি সি সরকারের মুকুন্দপুরের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। পরে ওই একই মামলায় তদন্তভার নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি টাওয়ার গ্রুপের কর্ণধার রমেন্দু চট্টোপাধ্যায়কে ইডি নিজের হেফাজতে নিয়েছে। তারপরই তলব করা হল পি সি সরকারকে।