এবার কেষ্টপুরে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। হঠাৎই আগুন লাগল একটি খাবারের দোকানে। বিকট শব্দে এলাকায় ছড়াল আতঙ্ক। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বেলা পৌনে একটা নাগাদ কেষ্টপুরের রবীন্দ্রপল্লি এলাকার একটি খাবারের দোকানে আগুন লেগে যায়। আশপাশ কেঁপে ওঠে বিকট শব্দে। তার পরেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা মাথাচাড়া দেয়।
স্বাভাবিকভাবেই হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। মালপত্র সরাতে গিয়ে অনেকেই অল্পবিস্তর আহত হন। তবে অগ্নিকাণ্ডের জেরে হতাহতের কোনও খবর নেই। বিকট শব্দ শুনে স্থানীয়দের অনুমান, খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে। যদিও দমকলের তরফে এখনও আগুন লাগার কারণ জানানো হয়নি। আগুন নেভানোর কাজ পুরোপুরি শেষ হলে, তার পরেই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে অনুমান।